১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা জব্দ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০১:৫১ পিএম
১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা জব্দ

জেলার বিভিন্ন নদ-নদীতে এবার নতুন আতঙ্ক দেখা দিয়েছে পাঙ্গাসের পোনা শিকার। অসাধু জেলেরা নির্বিচারে এসব পোনা শিকার করছেন। জানা গেছে, মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে শনিবার দুপুরে মৎস্য অধিদপ্তরের অভিযানে ১৫ ঝুড়িতে প্রায় ৭৫ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, জাটকা বিরোধী অভিযানে নেমে অসাধু জেলেদের নদী থেকে শিকার করা এসব পাঙ্গাসের পোনা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত পাঙ্গাসের পোনা বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে