১৮ এপ্রিল লাকসামে জামায়াতের বিশাল কর্মী সমাবেশ

এফএনএস (এমএসআই জসিম; লাকসাম, কুমিল্লা) : : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৫, ০২:৪০ পিএম
১৮ এপ্রিল লাকসামে জামায়াতের বিশাল কর্মী সমাবেশ

৫ই আগস্ট বিপ্লবের পর পরিবেশ অনূকুলে থাকায় আজ ১৮ এপ্রিল শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হবে এই সমাবেশের আয়োজন। সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণ চাঞ্চল্য ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সমাবেশ সফল করতে বৃহত্তর লাকসামে  প্রতিটি ওয়ার্ড ও গ্রামে গ্রামে চলে দাওয়াতি কার্যক্রম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে সাবেক এমপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম। ৫ই আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় জাতীয় রাজনীতির পাশাপাশি অত্র বৃহত্তর লাকসামে জামায়াতের কর্মতৎপরতা বেড়েছে। দল গোছাতে ব্যস্ত নেতাকর্মীরা। তারা সক্রীয়ভাবে দলীয় কার্যক্রম বেগবান করতে মাঠ চষে বেড়াচ্ছেন। এতদিন প্রকাশ্যে তারা কোন কর্মসূচী বাস্তবায়ন করতে পারেন নাই। অনুমতি ছাড়া কর্মসূচী পালন করতে গেলেই পুলিশি হয়রানি ও মামলা ছিল নিত্যসঙ্গী। তবে সাংগঠনিকভাবে দলকে উৎজ্জীবিত রাখতে অভ্যন্তরীণ কর্মসূচী চলতো বলে দলীয় সূত্র জানায়। জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী ও সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী জানান সমাবেশে ব্যাপক কর্মী সমাগম হবে। লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় ভরে যাবে। এতদিন পরিবেশ পরিস্থিতির কারণে প্রকাশ্যে বড় পরিসরে সমাবেশ করা সম্ভব হয়নি। এবার বিশাল জমায়েত হবে ইনশাআল্লাহ। সমাবেশে কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি এডভোকেট বদিউল আলম সুজন সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে