ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের জেলার গৌরনদী উপজেলা শাখায় দুই বছরের জন্য তিনটি কমিটি গঠণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কসবা এলাকায় আলোচনা সভা শেষে সংগঠনের তিনটি কমিটি ঘোষণা করা হয়। শনিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মুফতি মোস্তফা কামাল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটিতে মুফতি মোস্তফা কামালকে সভাপতি এবং হাফেজ মাওলানা এমদাদ হোসেনকে সেক্রেটারী করা হয়েছে। অপরদিকে ইসলামী যুব আন্দোলনের কমিটিতে মাওলানা মিরাজুল ইসলামকে সভাপতি এবং হাফেজ মিরাজুল ইসলামকে সেক্রেটারী করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়। এছাড়া ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটিতে মো. মোফাজ্জল হোসেনকে সভাপতি এবং মো. সাইফুল ইসলামকে সেক্রেটারী করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে।