তরুণ অভিনেতা শাহবাজ সানীর অকাল প্রয়াণ

বিনোদন ডেস্ক : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৫ পিএম : | আপডেট: ১৪ মার্চ, ২০২৫, ০৭:৪৯ পিএম
তরুণ অভিনেতা শাহবাজ সানীর অকাল প্রয়াণ

ছোট পর্দার প্রতিশ্রুতিশীল অভিনেতা শাহবাজ সানী আর নেই। মাত্র ৩০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় রাজধানীর উত্তরায় অবস্থিত ঢাকা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পরিচালক রাফাত মজুমদার রিংকু জানিয়েছেন, সানী উত্তরায় তার বাসায় ছিলেন। রাতের বেলা তিনি বুকে ব্যথা অনুভব করেন, যা প্রথমে গ্যাস্ট্রিকের ব্যথা বলে ভেবেছিলেন। কিন্তু ব্যথা বাড়তে থাকলে তার ছোট ভাই তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নেওয়ার পরপরই তিনি হার্ট অ্যাটাক করেন এবং রাত সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেন।

শাহবাজ সানী ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন। তিনি ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’, ‘মন দরিয়া’, ‘মজনু ভাই’, ‘রুম সার্ভিস’, ‘দালাল হইতে সাবধান’সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তার সর্বশেষ কাজ ছিল ‘জামাইয়ের মাথা গরম’ শিরোনামের নাটক।

এই তরুণ অভিনেতার মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, “অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।” অভিনেতা রওনক হাসান বলেন, “একেবারেই অগ্রহণযোগ্য! এমন তরুণ প্রাণ! সানীর এই প্রস্থান মানা যায় না।”

পরিচালক রিংকু বলেন, “সানী খুব স্ট্রাগল করছিল, একটু ভালো কাজের জন্য। ওর স্বপ্ন ছিল অভিনয়ে নিজেকে আরও প্রতিষ্ঠিত করার। এত অল্প বয়সে ওর চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টের।”

সোমবার সকালে শাহবাজ সানীর মরদেহ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার হঠাৎ চলে যাওয়ায় শোবিজ জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।

এই প্রতিভাবান অভিনেতার অকাল প্রয়াণ বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার আত্মার মাগফিরাত কামনা করি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে