ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইমসলাম হামিদকে সংবর্ধনা দিয়েছে কালীগঞ্জ উপজেলা বিএনপি। রোববার বিকাল ৪ টায় শহরের ফয়লা রোডের দলীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেয়। সাংগাঠনিক দক্ষতা ও সমাজ সেবায় অবদান রাখায় কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদকে পুরষ্কার প্রদান করেন বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম। চলতি মাসের ৮ ফেব্রুয়ারী রাজধানীর সুফিয়া কামাল জাতীয় মিলানায়তনে সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মাহবুবুল হক এ পুরষ্কার তুলেন দেন। কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুর ইসলাম হামিদে’র পুরষ্কার প্রাপ্তিতে সংবর্ধনা দিল কালীগঞ্জ উপজেলা বিএনপি। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, এ অর্জন শুধু আমার না, এটা কালীগঞ্জবাসীর অর্জন।