শেরপুরে ভারতীয় শাড়ীসহ আটক ১

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৯ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
শেরপুরে ভারতীয় শাড়ীসহ আটক  ১

শেরপুরেরঝিনাইগাতীর সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৭৫ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ী ও একটি পিকআপসহলিমন সিমসাং (৩৫) নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি।  বুধবার (৪ ডিসেম্ব) বিকেলে উপজেলার কাংশাইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে ওই শাড়ীসহ তাকে আটক করা হয়। আটক লিমনছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলাহয়, বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১১০০/৪-এস থেকে দেড়কিলোমিটার ভেতরে ঝিনাইগাতী উপজেলার ছোটগজনী এলাকায় অভিযান অবৈধভাবে ভারতীয়বিভিন্ন প্রকার শাড়ী অভিনব কায়দায় পাচারের চেষ্টা করে। পরে গোপন  সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবিরঅধিনস্থ তাওয়াকুচা বিওপির বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে ১ হাজার ১৮৯ পিসভারতীয় শাড়ী ও একটি মিনি পিকআপসহ লিমন সিমসাংকে হাতেনাতে আটক করে।

উদ্ধারকৃত শাড়ীরমূল্য প্রায় ৭৫ লাখ এবং উদ্ধারকৃত পিকআপের মূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। লিমন ভারতথেকে অবৈধভাবে চোরাচালানী মাল সংগ্রহ করে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিল বলে জানায়বিজিবি।বিষয়টি নিশ্চিত করেময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত শাড়ী ওপিকআপসহ আটক  আসামিকে ঝিনাইগাতী থানায়সোপর্দের প্রক্রিয়া চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে