ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আধারে দুটি পুকুর থেকে মাছ লুটের অভিযোগ উঠেছে। কালীগঞ্জ শহরের নতুন বাজারের পাশে নেহাল হাসনাইন দীর্ঘদিন দুটি পুকুরে মাছ চাষ করে আসছিল। মঙ্গলবার রাতে তার পুকুর থেকে মাছ লুটের ঘটনা ঘটে। কালীগঞ্জ থানা পুলিশ পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান,শহরের নিশিন্তপুর এলাকার নেহাল হাসনাইন লিপু’র কয়েক বছর আগে ইজারার মাধ্যমে নতুন বাজারের পাশে ২ টি পুকুর ইজারা নিয়ে মাছ করে আসছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে পুকুরটিতে জাল দিয়ে মাছ ধরে নিয়ে যায় দুর্বত্তরা। ভুক্তভোগি লিপু জানান, দুর্বত্তরা প্রায় ৩০ থেকে ৪০ মন মাছ লুট করে নিয়ে গেছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনাস্থলে সকালে পুলিশ গিয়েছিল। এ ব্যাপারে থানায় এখনো কোন অভিযোগ কেউ দেয়নি,অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।