গুম ও আয়নাঘর শেখ মুজিবের শাসনামল থেকেই শুরু: মাহফুজ আলমের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম
গুম ও আয়নাঘর শেখ মুজিবের শাসনামল থেকেই শুরু: মাহফুজ আলমের

উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ মুজিবুর রহমানের শাসনামল থেকেই গুম ও আয়নাঘরের সংস্কৃতি শুরু হয়েছিল। তিনি আরও দাবি করেন, শেখ মুজিবের যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা ছিল, সেটিই বর্তমানে বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পিআইবিতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহফুজ আলম বলেন, ‘‘শেখ মুজিব যেভাবে বিরোধীদের দমন করেছিলেন, শেখ হাসিনাও সেই একই পথ অনুসরণ করেছেন। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে প্রশাসনের বিভিন্ন স্তরে গুণ্ডা লালন-পালন করেছেন তিনি।’’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মাহফুজ আলম মন্তব্য করেন, ‘‘যে সুন্দর স্বপ্ন নিয়ে তরুণরা রাজপথে নেমেছে, সেই স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি। খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেই সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।’’ তিনি বলেন, ‘‘দেশের সংস্কার প্রক্রিয়া এখনও শেষ হয়নি, তবে সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে।’’

তিনি আরও জানান, ‘‘এই জাতিকে উদ্ধারের প্রকল্প একটি বড় চ্যালেঞ্জ। শুধু নির্বাচন ও সংস্কার দিয়ে কাজ শেষ হবে না। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে একটি নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনের জন্য।’’ 

এছাড়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অনুষ্ঠানে বলেন, ‘‘নয়া পল্টনে বড় বড় মিছিল দেখেছি, কিন্তু বুড়ো লিডারশিপ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারেনি। তবে তরুণরা যদি চায়, তা সম্ভব। তাই আমাদের তরুণদের উজ্জীবিত রাখতে হবে।’’

মাহফুজ আলমের মতে, যুবকদের মধ্যে যে আন্দোলনের স্বপ্ন রয়েছে, সেটি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত দেশের সংস্কার প্রক্রিয়া পূর্ণাঙ্গ হবে না।

আপনার জেলার সংবাদ পড়তে