ঝিকরগাছায় উন্মুক্তের শিক্ষার্থী বৃদ্ধির মতবিনিময় সভা

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪৮ পিএম : | আপডেট: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪৯ পিএম
ঝিকরগাছায় উন্মুক্তের শিক্ষার্থী বৃদ্ধির মতবিনিময় সভা

বুধবার বিকালে যশোরের ঝিকরগাছা সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীন নবম দশম শ্রেণীতে শিক্ষার্থীর বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি তো করেন এসএসসি প্রোগ্রামের সমন্বয়ক স্বপন কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ।

সরকারি এমএল হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন যশোরের বাউবির উপ পরিচালক আব্দুল হান্নান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন-তোর কাছে মহিলা কলেজের প্রভাষক এস কে সাইফুদ্দিন, স্কুলের শিক্ষক আফরোজা খানম, টিউটর  আসাদুজ্জামান আসাদ এবং রুহুল কুদ্দুস।

প্রধান অতিথি সেখ সোহেল আহমেদ বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষিত লোকদেরকে পদায়নের ব্যবস্থা নিয়েছেন।  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেকোনো বয়সের মানুষদেরকে শিক্ষিতের পাশাপাশি সরকারের সহযোগিতার জন্য লেখাপড়ার দার উন্মুক্ত করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW