ওবায়দুর রহমান মাবি'র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫৮ পিএম
ওবায়দুর রহমান মাবি'র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাগেরহাটের মোল্লাহাটে তেঁতুলবাড়ি এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ওই বিদ্যালয় প্রাঙ্গনে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাসেম কালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ মিয়া, সমাজসেবক কামরুজ্জামান লাভলু মোল্লা, হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সোহেল রানা, সমাজসেবক আব্দুর রশিদ, ইউপি সদস্য আইয়ুব আলী মোল্লা ও সাংবাদিক শরিফুল ইসলাম দিদার।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মোহাম্মদ টুকু মোল্লা, মনিরুজ্জামান মোল্লা, আলমগীর হোসেন কাকা মিয়া, চান মিয়া চৌধুরি, মোঃ হেকমত মোল্লা, শফিকুজ্জামান নীল্টু মোল্লা, আমিনা পারভিন, বাবুল মোল্লা ও রমজান আলী মোল্লা সহ অনেকে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW