বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
দলীয় নেতাকর্মীরা শহরের থানা মোড় থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোয়ারপাড় মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল, সাবেক সেক্রেটারি আব্দুল বাতেন, শেরপুর-২ আসনের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি প্রমুখ।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম।