জামালপুরে আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ ডাকাত গ্রেফতার

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৯ পিএম : | আপডেট: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৯ পিএম
জামালপুরে আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ ডাকাত গ্রেফতার

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার যমুনার দূর্গম এলাকা মুন্নিয়ারচর থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২টার

দিকে অভিযান চালিয়ে ডাকাত চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়। তাৎক্ষনিক ডাকাত চাঁন মিয়ার পরিচয় জানা যায়নি।  এই   বিষয়টি নিশ্চিত করেছন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।

 ইসলামপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানায়,

দেশব্যাপী চলমান ডেভিল হান্টের অংশ হিসেবে যমুনার দুর্গম চরে অভিযানে পরিচালনা করে ইসলামপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চলিয়ে যমুনা নদীর দুর্গম এলাকা মুন্নিয়ারচর

থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া

(৪৩) নামে এক ডাকাতকে আটক পুলিশ।

এবিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ

বলেন, মধ্যরাতে যমুনার দুর্গমচর থেকে চাঁন মিয়া নামে একজনকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। চাঁন মিয়ার নামে আরও মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে