চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মহিলা কলেজের দুই শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বেলা এগারোটায় রহনপুর হলরুমে ওই দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষকরা হলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোসা: রিজিয়া খাতুন ও ইতিহাস বিভাগের প্রভাষক মহা: মাইনুল আহসান হাবিব। রহনপুর মহিলা কলেজ পরিবার আয়োজিত আলোচনা সভায সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ আজিজুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসাহাক আলি, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মতিউর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা নারগিস, ইতিহাস বিভাগের শিক্ষক প্রভাষক আবুল কালাম আজাদ, বিদায়ি শিক্ষক রিজিয়া খাতুন ও মাইনুল আহসান হাবিব, শিক্ষার্থী ইসরাত জাহান ও ফারিয়া তাসনিম। পরে বিদায়ী ওই দুই শিক্ষককে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।