ভারপ্রাপ্ত দিয়ে চলছে ২১টি বিদ্যালয়

ঘোড়াঘাটে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যহত

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৯ পিএম
ঘোড়াঘাটে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যায়ের লেখাপাড়ার মান নিয়ে অভিভাবক মহল উদ্বিগ্ন প্রকাশ করেছেন। যে কারনে এখন শিশুর অভিভাবকেরা ছুটছেন বেসরকারী কেজি স্কুল গুলোর দিকে। যেখানে একটি সরকারী প্রাথমিক স্কুলে ২/৩শ ছাত্র ছাত্রী ভর্তি করাতে হিমশিম খেতে হচ্ছে সেখানে পৌর সদরের ট্যালেন্ট প্রী ক্যাডেট নামের একটি বেসরকারী স্কুলে প্রায় ৭শর বেশী ছাত্র ছাত্রী লেখাপড়া করছে। সরকারী স্কুলগুলোকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ ছাত্র ছাত্রী সংকট দিন দিন বেড়েই চলেছে। উপজেলার ৬৭টি স্কুলের মধ্যে ২১জন প্রধান শিক্ষক ২০২৪ সালের মাঝামাঝি সময়ে অবসরে গেলেও নিয়োগ না থাকায় ওই সমস্ত স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে ক্লাশ চলছে। এ ছাড়াও পূর্নাঙ্গ প্রধান শিক্ষকের পদ পাননি আরো ১৬জন। তাদেরকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। সরজমিনে দেখা গেছে প্রত্যন্ত অঞ্চলের স্কুরগুলিতে কোন নিয়মের বালাই নেই। অনেক শিক্ষক সময়মত স্কুলে আসে না, আসলেও আবার আগেভাগেই স্কুল ক্যাম্পাস ত্যাগ করে ঘরগৃহাস্থলির কাজে জড়িয়ে পড়ে। কখনও  আবার ১২টার পর পরই স্কুল ছুটি দেওয়া হয়। অনিয়মের কথা জানতে চাইলে ঘোড়াঘাট উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন আমার দেশকে জানান, প্রত্যন্ত কিছু কিছু স্কুল ওই সমস্ত অনিয়ম করে আসছে। আমার লোকবল কম থাকায় সব স্কুল পরিদর্শন করা সম্ভব হয় না। তবে এখন থেকে আমি নিয়মিত স্কুলগুলোতে ভিজিট করব। অনিয়ম যারা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। তবে অভিভাবক মহলে মিশ্র ত্রতিক্রিয়া লক্ষ করা গেছে। তাদের দাবী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান আগের মত নেই তাই তারা শিশুদেরকে নিয়ে ছুটছেন কেজি স্কুলগুলোর দিকে।   


আপনার জেলার সংবাদ পড়তে