চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৯ পিএম
চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায়  নিহত  ১

দিনাজপুরের চিরিরবন্দরে রংপুর-দিনাজপুর মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় শমসের আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সড়ক দুর্ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের  হাজীর স্কুলের সম্মুখে ঘটেছে। 

নিহত শমসের আলী (৫৫) উপজেলার নশরতপুর ইউনিয়নের উত্তর নশরতপুর গ্রামের মৃত আছিরউদ্দিন ওরফে কান্দুরার ছেলে।

স্থানীয়রা জানান, ওই সময় শমসের আলী মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রাসহ পরিবারের লোকজন তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় আনুমানিক রাত সাড়ে ৯টায় তিনি মারা যান। 

নিহতের ছোটভাই আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে