হলিউডের সুপারহিরো সিনেমার জগতে হেনরি ক্যাভিল পরিচিত মুখ। ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সে (ডিসিইইউ) সুপারম্যান চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। কিন্তু ডিসি থেকে বাদ পড়ার পর থেকেই গুঞ্জন চলছে, এবার কি তবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) যোগ দিচ্ছেন ক্যাভিল?
সম্প্রতি মার্ভেলের ব্লকবাস্টার সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন-এ হেনরি ক্যাভিলকে একটি সংক্ষিপ্ত ক্যামিওতে দেখা গেছে। যদিও তার চরিত্র সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে এটি অনেকের মনে সন্দেহ জাগিয়েছে যে তিনি মার্ভেলের ভবিষ্যৎ কোনো প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছেন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে বলা হচ্ছে, মার্ভেলের আসন্ন সিরিজ নোভা-তে হেনরি ক্যাভিলের অভিনয়ের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, মার্ভেল কর্তৃপক্ষ ইতোমধ্যেই ক্যাভিলের সঙ্গে আলোচনায় বসেছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে ভক্তরা আশাবাদী যে ক্যাভিলকে রিচার্ড রাইডার ওরফে নোভা চরিত্রে দেখা যেতে পারে।
নোভা মূলত মার্ভেল কমিকসের একটি স্বতন্ত্র সুপারহিরো চরিত্র। ১৯৬৬ সালে মার্ভ ওল্ফম্যান এই চরিত্রের সৃষ্টি করেন, পরবর্তীতে জন রোমিতা সিনিয়র তার সঙ্গে কাজ করেন। ১৯৭৬ সালে প্রথমবারের মতো কমিকসে আত্মপ্রকাশ করে নোভা। রিচার্ড রাইডার নামের এক তরুণ নোভা কর্পসের সদস্য হয়ে পরাশক্তির অধিকারী হন এবং মহাকাশে অপরাধ দমনের কাজে যোগ দেন।
এখন পর্যন্ত নোভাকে নিয়ে বড় পরিসরে কোনো সিনেমা বা সিরিজ তৈরি হয়নি। তবে মার্ভেল ইউনিভার্সের সম্প্রসারণ পরিকল্পনায় নোভার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে অ্যাভেঞ্জার্সের নতুন সদস্য হিসেবে তার অন্তর্ভুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে।
যদিও হেনরি ক্যাভিলের মার্ভেলে যোগদানের বিষয়টি নিশ্চিত নয়, তবে এটি অসম্ভবও নয়। মার্ভেল বর্তমানে তাদের সিনেমাটিক ইউনিভার্সকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছে। অ্যাভেঞ্জার্সকে নতুন রূপে ফিরিয়ে আনার কথাও শোনা যাচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে নোভা চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
অন্যদিকে, নোভা সিরিজে মার্ভেলের অন্যতম ভয়ঙ্কর ভিলেন অ্যানাইহিলাসকে ফিরিয়ে আনার কথা চলছে। কিছু গুঞ্জন বলছে, সিরিজের গল্প স্টারশিপ ট্রুপার্স সিনেমার অনুপ্রেরণায় তৈরি হতে পারে।
এই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। মার্ভেল বা হেনরি ক্যাভিল কেউই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে সাম্প্রতিক ক্যামিও ও গণমাধ্যমের প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে, মার্ভেলে ক্যাভিলের আগমন কেবল সময়ের ব্যাপার হতে পারে।
ভক্তদের এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই—সময়ের সঙ্গে সঙ্গে হয়তো এই গুঞ্জন সত্যি হতে পারে!