জনপ্রিয় কমেডি জুটির বিয়ে

এফএনএস বিনোদন : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩৯ পিএম : | আপডেট: ১৪ মার্চ, ২০২৫, ০৭:৪৯ পিএম
জনপ্রিয় কমেডি জুটির বিয়ে

দীর্ঘ তিন বছরের সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন কোরিয়ার জনপ্রিয় কমেডি জুটি কিম জুন হো ও কিম জি মিন। আগামী জুলাই মাসেই তাঁদের শুভ পরিণয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ইনস্টাগ্রামে হাতে লেখা একটি চিরকুট পোস্ট করে কিম জি মিন জানান, ‘আমরা একসঙ্গে জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছি। জুলাইয়ে বিয়ের পরিকল্পনা করেছি।’ এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে জনপ্রিয় শো ‘মাই লিটল ওল্ড বয়’-এর শুটিং চলাকালীন সময়েই কিম জুন হো বিয়ের প্রস্তাব দেন কিম জি মিনকে। বিন্দুমাত্র দ্বিধা না করে সঙ্গে সঙ্গেই প্রস্তাব গ্রহণ করেন কিম জি মিন। তিনি বলেন, ‘আমরা দারুণ আনন্দে দিনগুলো কাটিয়েছি। আমাদের সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

কমেডির জগতে কিম জুন হো ও কিম জি মিন দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করে আসছেন। কিম জুন হো ১৯৯৬ সালে কমেডিয়ান হিসেবে যাত্রা শুরু করেন, অন্যদিকে কিম জি মিন ২০০৬ সাল থেকে কমেডি দুনিয়ায় কাজ করছেন। ‘গ্যাগ কনসার্ট’সহ বিভিন্ন জনপ্রিয় শোতে তাঁদের একসঙ্গে দেখা গেছে।

২০২২ সালের এপ্রিলে তাঁদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে। এই দীর্ঘ পথচলায় একে অপরের ওপর নির্ভর করতে এবং বিশ্বাস করতে শিখেছেন তাঁরা।

কিম জি মিনের মতে, যেহেতু তাঁরা দুজনই কমেডিয়ান, তাঁদের বিয়েতেও থাকবে মজার সব আয়োজন। তিনি বলেন, ‘আমরা কমেডির মানুষ, তাই আমাদের বিয়েতেও থাকবে হাসি-আনন্দের ছোঁয়া।’

এর আগে ২০০৬ সালে এক মঞ্চ অভিনেত্রীকে বিয়ে করেছিলেন কিম জুন হো। তবে তাঁদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি, ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে কিম জুন হো ‘ডলসিং ফোরম্যান’ শোতে নিয়মিত কাজ করছেন।

বিয়ের ঘোষণা আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন এই জনপ্রিয় কমেডি জুটি। তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন সহকর্মীরাও।

জুলাই মাসে হাস্যরস আর আনন্দের আবহে সম্পন্ন হবে কিম জুন হো ও কিম জি মিনের শুভ বিবাহ। ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন তাঁদের বিয়ের অনুষ্ঠানের মজার সব মুহূর্ত দেখার জন্য।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW