৩১ দফা সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে চরভদ্রাসনে বিএনপি’র সভা

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৫৮ পিএম
৩১ দফা সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে চরভদ্রাসনে বিএনপি’র সভা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপি কার্যালয়ে শনিবার সকাল ১০টায় স্থানীয় নেতাকর্মী নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দলটি ঘোষিত ৩১ দফা সংস্কার কাজ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা বিএনপি। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহজাহান শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা মন্ডলির সদস্য আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (আইন ফোরাম) অ্যাডঃ মাহবুবুর রহমান দুলাল। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক শেখ আঃ কুদ্দুস।

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে মতামত দেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, মোঃ নুরুল হক মোল্যা, সিনিয়র যুগ্ন সম্পাদক সোহানুর রহমান মৃধা, বিএনপি নেতা মোঃ মঞ্জুরুল হক মৃধা, শেখ আঃ ওহাব, যুবদল নেতা গোলাম মোস্তফা ও আলিমুজ্জামান মোল্যা প্রমূখ। সভায় বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার কাজ বাস্তবায়নের জন্য প্রধান অতিথি উপজেলার নেতাকর্মীদের গাইড লাইন দেন। তিনি উপজেলার সৎ, যোগ্য ও ত্যাগীদের নিয়ে বিএনপি এবং দেশের সংস্কার কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি তিনি উদাত্ত আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে