ফরিদপুরের নগরকান্দায় প্রিন্সিপাল আবু বকর মিয়া স্মৃতি শটপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টে নগরকান্দা বাজার একাদশ চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ডাঃ মাইনুল হাসান আবিদ এবং মাসুদুর রহমান মাসুদ এর পৃষ্ঠপোষকতায় এবং জুঙ্গুরদী যুব সমাজের আয়োজনে প্রিন্সিপাল আবু বকর মিয়া স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা শুক্রবার রাত ৮ টায় নগরকান্দার জুঙ্গুরদী আভার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নগরকান্দা বাজার একাদশ জেসিসি ক্লাবকে ৮ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । খেলা শেষে ট্রফি বিতরন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তালুকদার নাজমুল হাসান,ডাঃ মাইনুল হাসান আবিদ, ডাঃ সাইফুল্লাহ আল নোমান, ইন্জিনিয়ার তারেক হাসান, সাবেক ক্রিকেটার মিন্টু বর্মন। এ সময় উপস্থিত ছিলেন আসলাম হোসেন নাহিদ, মারুফুল ইসলাম রানা, রোমান শেখ,রাকিব,হাসিব,নিয়ামতুল্লাহ, ইউসুফ,সাজিদ ইসলাম,রিয়াদ, শুভ, রায়হান প্রমুখ।