সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক নিয়ে চীনের সঙ্গে আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয় অ্যাপটির মালিকানা নিয়ে নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র এটি দেশের কোনো কোম্পানির কাছে বিক্রির চেষ্টা করছে। গত বুধবার প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। ডোনাল ট্রাম্প গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে যুক্তরাষ্ট্রে টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়। তিনি নিষেধাজ্ঞাটি আগামী ৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন।