শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠি

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১৬ পিএম
শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠি

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে রাজবাড়ীর পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচন। শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫ টি পদে ৩৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ১ হাজার ৮ শত ৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬ শত ৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: বাহারাম হোসেন (চাকা মার্কা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে,এ দানিয়েল সিপার (ছাতা মার্কা) পেয়েছেন ৭৫৪ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: ইউসুফ হোসেন মন্ডল (আম মার্কা) ৯০৫ ভোট ও আব্দুল খালেক মিয়া (বই) ৫৭৬ ভোট। ১৩১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন সরদার (গরুর গাড়ি মার্কা)। সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো: আমিরুল ইসলাম নয়ন (রিক্সা মার্কা) ৮২৮ ভোট ও সাদেকুর রহমান (টেবিল মার্কা) ৫৮১ ভোট, কোষাধ্যক্ষ মো: কামাল মিয়া (মোটরসাইকেল) ৫৬৫ ভোট, দপ্তর সম্পাদক মো: তোফাজ্জেল হেসেন (দোয়াত কলম) ৮৩৩ ভোট, প্রচার সম্পাদক মো: আবুল কালাম মুন্সী (জগ) ৯০৫ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন (ফুটবল) ৮৪৯, ধর্মীয় সম্পাদক (ইসলাম) মো: শামীম বিশ্বাস (পাঞ্জাবি মার্কা) ৪৫৪, ধর্মীয় সম্পাদক (সনাতন) মোহনলাল আগরওয়ালা (কাঁচি মার্কা) ৫৬৫ ভোট, কার্যনির্বাহী সদস্য আব্দুল আলীম (বালতি) ৯৭৩, আব্বাস উদ্দিন (পানির বোতল) ৯০৭ ও মো: নাঈমুর রহমান দুর্জয় (টিউবওয়েল) ৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে