সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রি লুৎফর রহমান বাবর ঢাকা থেকে নিজ জেলা নেত্রকোনা যাওয়ার পথে ভালুকা উপজেলা বিএনপি তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্বর্ধনা দিয়েছেন। তিনি ঢাকা থেকে সড়ক পথে নেত্রকোনা যাওয়ার খবর পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মুর্শেদ এ সম্বধর্নার আয়োজন করেন। দুপুর সারে ১২টায় তিনি ভালুকা পৌছলে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গাড়ী বহর থামিয়ে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহাম্মেদ,মজিবুর রহমান মজু,নাসির উদ্দিন সরকার,রুহুল আমীন,আবুল কালাম আজাদ,সহ দলীয় নেতাকর্মীরা। এর আগে শিল্প এলাকার সিডস্টোর গ্রীণ অরণ্য পার্কের চেয়াম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব শহীদুল ইসলাম ও সেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন সম্বর্ধনা ও ফুলেল শুভেচ্চা জানান। বিকাল ৩টায় নেত্রকোনা একটি জনসভায় প্রধান অতিথি হিসাবে থাকার কথা রয়েছেন।