বয়রা খানজাহান আলী নূরাণী একাডেমিতে পুরস্কার বিতরণ

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১৫ পিএম
বয়রা খানজাহান আলী নূরাণী একাডেমিতে পুরস্কার বিতরণ

খুলনা মহানগরীর বয়রা খানজাহান আলী নূরাণী একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় বয়রা আব্দুল আজিজের মোড়স্থ জলিল স্বরণী রোড নূরানী শিক্ষাপ্রতিষ্ঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানজাহান আলী নূরাণী একাডেমীর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা সাখাওয়াত হোসাইন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন খানজাহান আলী নূরাণী একাডেমী'র প্রিন্সিপ্যাল মাওলানা এমদাদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান শিকদার। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক মো. সাইদুর রহমান সাইদ, ইমাম ও খতীব মাওলানা হাসমত উল্লাহ, আসসুন্নাহ আইডিয়াল একাডেমির'র প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল্লাহ আজমী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ঢালী, অভিভাবক প্রতিনিধি চিকিৎসক মিজানুর রহমান মিল্টন। এছাড়া উপস্থিত ছিলেন, শিক্ষক মো. সাজ্জাদ, মো. আরজু মোল্লা, ফজলুর রহমান, মাসুম বিল্লাহ, আশিকুর রহমান, আব্দুল্লাহ, আল মামুনুর রশীদ, অভিভাবক মো. আব্দুল জব্বার, মো. তরিকুল ইসলাম, মো. শাহাবুদ্দিন, মো. রেজাউল করিম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে