উত্তরাঞ্চলের বৃহতম সংগঠন দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি সংগঠনের প্রধান কার্যালয় পার্বতীপুর টার্মিনালে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। এতে ১ হাজার ৭শ ৬৯জন ভোটারের মধ্যে ১ হাজার ৭শ’ ৪ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করে। নির্বাচন পরিচালনা কমিটির নিবার্চন কমিশনার ছিলেন, পার্বতীপুর পৌর সভার সাবেক প্যানের মেয়র মোঃ মঞ্জুরুল আজিজ পলাশ। নির্বাচনে ১৩ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী তা করেন ৫০ জন প্রার্থী। নির্বাচনে সভাপতি পদে খেজুর প্রতীকে ৮৪৩ ভোট পেয়ে আতাউর রহমান আতু নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি জোয়াদুর রহমান চেয়ার প্রথীকে প্রাপ্ত ভোট ৭৬২। সহ-সভাপতি পদে মাছ প্রতীকে ৬২৯ ভোট পেয়ে আবু এহিয়া নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আনোয়ারুল ইসলাম গোলাপফুল প্রতীকে প্রাপ্ত ভোট ৪৯৮। সাধারণ সম্পাদক পদে বাইসাইকেল প্রতীক আতাউর রহমান ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ফজলুল হক ভূইয়া হারিকেন প্রতীকে প্রাপ্ত ভোট ৪৫৭। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে মনজুরুল ইসলাম ৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাদকেুল ইসলাম ভূট্টো টেবিল প্রতীকে প্রাপ্ত ভোট ৩৫৮। সহ-সাধারণ সম্পাদক পদে শেলাই মেশিন প্রতীকে ফিরোজ রানা ৬৩৭ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মতিউর রহমান পানির বোতল প্রতীকে প্রাপ্ত ভোট ৪১৭। অর্থ সম্পাদক পদে ট্রাক্টর প্রতীকে আবদুল্লাহ সরকার ৯৮১ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি কাজী নেওয়াজ পারভেজ হরিণ প্রতীকে প্রাপ্ত ভোট ৪৯২। দপ্তর সম্পাদক পদে দোয়াত কলম প্রতীকে সোহরাব হোসেন ৭৯২ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি রেজাউল আলম উট পাখি প্রতীকে প্রাপ্ত ভোট ৭২৯। সাংগঠনিক সম্পাদক পদে ট্রাক প্রতীকে রফিকুল ইসলাম ৯৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাকিব হোসেন ডলার মই প্রতীকে প্রাপ্ত ভোট ৬২৪। সড়ক সম্পাদক পদে জগ প্রতীকে রামু রায় চুলাই ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি আসাদুল হক কলস প্রতীকে প্রাপ্ত ভোট ৫১৭। প্রচার সম্পাদক পদে টেলিফোন প্রতীকে মামুনুর রশিদ ১২৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি শাফিউল করিম টেলিভিশন প্রতীকে প্রাপ্ত ভোট ১৩৮। শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক পদে চশমা প্রতীকে মাজেদুল হক ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি সিরাজুল ইসলাম বালতি প্রতীকে প্রাপ্ত ভোট ৫২২। কার্যকরী সদস্য পদে বাল্ব প্রতীকে মশিউর রহমান ৪৯৫ ভোট এবং রাজন ৪৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন যাতে সুষ্ঠ হয় সে জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্য ছাড়াও রাজনৈতিক দলের নেতারা সহযোগিতা করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার পার্বতীপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র মোঃ মঞ্জুরুল আজিজ পলাশ।
দিনাজপুর-৫ আসনের পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এজেএডএম রেজওয়ানুল হক বলেন, ট্যাংকলরি শ্রমিক নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। ৬ বছর পর সাধারণ ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পেয়েছে। নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করতে দেখা গেছে।