ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলা,ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাবনার ভাঙ্গুড়া বিএনপি। আজ (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার বাদ মাগরিব উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হীরক, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ,পৌর বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টিটু প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, আবু হেনা মোস্তফা কামাল রেজা,আহবায়ক কমিটির সদস্য আলতাব হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম,উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন আহমেদ মুন, সদস্য সচিব লিখন সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল রানা পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেহেদী হাসান পান্না,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম হুমায়ুন কবির প্রমুখ। বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের মাটিতে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তিনি মুসলমান ও হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা নিতে চায়। তার এই ষড়যন্ত্র কোন দিন সফল হবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।