শৈলকুপায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১১ পিএম
শৈলকুপায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শৈলকুপায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম সারোয়ার  নামেরএক ব্যক্তি মারা গেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে।  নিহত গোলাম সরোয়ার শৈলকুপা পৌরসভার খালদারপাড়া এলাকার।আব্দুল লতিফের ছেলে। নিহত সরোয়ারের চাচাতো ভাই বাবুল হোসেন জানান সোমবার দিবা গত রাত ১০টার দিকে শৈলকুপা শহর থেকে  বাড়ি ফেরার পথে সামনে থেকে অপর একটি মোটরসাইকেল চালকের সাথে  মুখোমুখি সংঘর্ষ লেগে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকূপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ফরিদপুর হাসপাতালে যাওয়ার সময় পথের মধ্যে মারা যায়। এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান সড়ক দুর্ঘটনায় গোলাম সারোয়ার নামের এক ব্যক্তি ফরিদপুর  হাসপাতালে নেওয়ার পথে  রাতে মারা গেছে বলে শুনেছি।

আপনার জেলার সংবাদ পড়তে