দিনাজপুরের ঘোড়াঘাট আর,সি পাইলট বালিকা বিদ্যালয়ের ৫৬ জণ ছাত্রী অনলাইনে প্রতারনার শিকার হয়ে খোয়ালো ২২হাজার টাকা। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানুর ইসলাম জানান, গত সমবার এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিলো। এই বিদায় অনুষ্ঠানে একই ড্রেস পড়ার জন্য একটি ইরানি সুরাহি তুবা নামের একটি অনলাইনে ৫৬জন ছাত্রী সাড়ে ২২হাজার টাকা বিকাশ করে। (বিকাশ নং ০১৮৮৫৫৪৭৮০১) ছাত্রীরা সরল বিশ্বাসে ওই নাম্বারে টাকা পাঠানোর পর থেকে অনলাইনটি তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। বিষয়টি আমরা জানতে পারলে সহকারী শিক্ষক আল মামুন ঘোড়াঘাট থানায় একটি জি,ডি করেন। পরে ঘোড়াঘাটের সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন ও ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওই ছাত্রীদের নতুন ড্রেস ক্রয় করে দেন। নতুন ড্রেস পেয়ে তারা বিদায় অনুষ্ঠানে অংশ গ্রহন করে তাদের মনের আনন্দ ও উচ্ছাস প্রকাশ করে।