পিরোজপুরে দুটি অগ্নিকাণ্ডে ৪০ দোকান ভস্মীভূত

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:২৮ পিএম
পিরোজপুরে দুটি অগ্নিকাণ্ডে ৪০ দোকান ভস্মীভূত

পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে ৪০ টির বেশি দোকানঘর ভস্মীভূত হয়েছে। সোমবার রাত সোয়া ১১ টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজারে এবং আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে নেছারাবাদের মিয়ারহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচপাড়া বাজারে মুদি, মনোহরী, স্বর্ণ ও বইয়ের দোকানসহ ১১ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ ইচ্ছাকৃতভাবেই কেউ দোকান ঘরগুলোতে আগুন দিয়েছে। ভুক্তভোগীদেও অভিযোগ,  পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলা ফায়ার স্টেশনে তাৎক্ষণিক খবর জানালেও, সময় মত ঘটনাস্থলে না পৌঁছায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। 

অন্যদিকে আজ সকাল ৬টার দিকে নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ধরনের ৩০ টিরও বেশী দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। সন্ধ্যা নদীর অপর প্রান্ত স্বরুপকাঠীতে ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় দ্রুতই আগুন নেভানো সম্ভব হয়নি। তবে এ অগ্নিকান্ডে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে