নবাবগঞ্জে দীর্ঘ ১৩ বছর পর জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন

এফএনএস (মোঃ ছানা উল্যাহ; নবাবগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩০ পিএম
নবাবগঞ্জে দীর্ঘ ১৩ বছর পর জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন

দিনাজপুর নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার ইসলাম পাড়ায় শাখা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে  জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও প্রধান মেহমান কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য জননেতা আনোয়ারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ড মোহাদ্দিস এনামুল হক। এ সময় জেলা দক্ষিণ ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল কাসেম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আঃ মান্নান,উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জাকির হোসেন,উপজেলা কর্ম পরিষদ সদস্য আব্দুর রহিম,জামায়াতে ইসলামি যুব বিভাগের সভাপতি সেলিম রেজা,উপজেলা শিবিরের সভাপতি আশিকুর রহমান,বীরমুক্তিযোদ্ধা বেলাল হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে