সেনবাগে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫৩ পিএম
storage/2024/december/06/news/40067529149321de.jpg

গ্রেফতারকৃত মাইন উদ্দিন প্রকাশ মঈন প্রকাশ মহিম সেনবাগ  উপজেলার ৮ নং বিজবাগ ইউপির উত্তর বিজবাগ গ্রামের ফকির আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে ২০১৭ সালের জিআর মামলা  ২৮৩  দ্রুত বিচার আইনে দুই বছরের সশ্রম কারাদন্ড  ও দুই হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও অনাদায়ে আরো  দুই মাসের সশ্রম কারাদণ্ডাদেশ রায প্রদান করে। এতদিন সে গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায়  পালিয়ে ছিলো।  গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তাকে নোয়াখালী পুলিশ সুপার  মোঃআব্দুল্লাহ্-আল-ফারুক, অতিরিক্ত  পুলিশ সুপার, ও  সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান স্যারের নেতৃত্বে  এএসআই  মহাজন ও সঙ্গীয় ফোস  আসামি মঈন উদ্দিন প্রকাশ মঈন @ মহিমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাইন উদ্দিনের বিরুদ্ধে  একটি জিআর ওয়ারেন্ট ও একটি নিয়মিত মারামারি মামলা সহ চট্টগ্রাম শহরের কোতোয়ালি, ডবলমুরি ও হালিশহর থানায় একাধিক ছিনতাই, দস্যুতা এবং অস্ত্র, মারামারি মামলা রয়েছে।  তাকে দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে