ডুমুরিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৬ পিএম
ডুমুরিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উদযাপন  উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় । উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান। সভায় অন্যানের মধ্যে বক্তব্যদেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন,ইউপি চেয়ারম্যান বিএম জহুরুল হক,পিডিএফ ম্যানেজার প্রতাপ দাসসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।আলোচনা সভার পূর্ব একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।