পার্বতীপুরে বিধবাকে হত্যা করে ডাকাতি, গ্রেপ্তার ২

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৩ পিএম
পার্বতীপুরে বিধবাকে হত্যা করে ডাকাতি, গ্রেপ্তার ২

দিনাজপুরের পার্বতীপুরে বিধবা নাদিরা বেগমকে (৬১) গলায় ওড়না পেচিয়ে হত্যা করে গলার চেইন, কানের দুল ও মোবাইল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে, সোমবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ কালেখাপাড়া গ্রামে। পার্বতীপুর মডেল থানা পুলিশ তথ্যপ্রযুত্তির সহায়তায় দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই গ্রামের সাইফুদ্দিন বাচ্চুর ছেলে রাহেনুল ইসলাম (৪০) ও আব্দুল মজিদের ছেলে সফদার আলী (৫২) গ্রেপ্তার করে। এসময় পুলিশ আট আনা ওজনের স্বর্ণের চেইন, কানের ছয় আনা ওজনের দুল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। পার্বতীপুর মডেল থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) সাহেব আলী জানান, রাতেই নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাত সাড়ে ১১টার দিকে নিহতের বাড়ী মরদেহ উদ্ধার করে। আজ মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের দিনাজপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়। 

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই চোরকে গ্রেপ্তার করেছে। থানায় একটি হত্যা মামলা হয়েছে।