চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহের নিমিত্তে উদ্ধুদ্ধকরন ও ২০২৩-২৪ অর্থ বছরের হত দরিদ্রদের মাঝে যাকাত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকি কামাল, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আনোয়ারুল হক, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার কাওসার জামান প্রমুখ। অনুষ্ঠানে দুঃস্থ, অসহায়, হতদরিদ্র ৪১ জনকে চেকের মাধ্যমে ছয় হাজার টাকা করে যাকাতের টাকা বিরতন করা হয়।