পাবনার সুজানগর থানায় মোঃ মজিবর রহমান নামে নতুন এক অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। ভূতপূর্ব অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা অন্যত্র বদলি হওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যা রাতে তিনি তার স্থলাভিষিক্ত হন। ইতিপূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন আমি সুজানগর থানার অফিসার ইনচার্জ হিসেবে আন্তরিকভাবে চেষ্টা করব উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার। তবে এজন্য উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। আশা করি সুজানগরবাসী পুলিশের কোন বৈধ কর্মকাণ্ডে হস্তক্ষেপ না করে আইনশৃঙ্খলা উন্নয়নে সহযোগিতা করবেন। আর যদি কেউ সহযোগিতা না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় তাহলে আমি বাধ্য হব তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে।