বাংলাদেশ বিমানের ভাড়ানীতিতে সিলেটের প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে সিলেটের সর্বস্তরের জনগণের মধ্যে। বিমানের অসংগতিপূর্ণ ভাড়া নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ বিমান বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) নেতারা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট নগরীর জিন্দাবাজারে আটাবের আঞ্চলিক কার্যালয়ে এক জরুরি সভায় এই ক্ষোভ প্রকাশ করেন। সভায় বক্তারা অভিযোগ করেন, দেশের অন্যান্য রুটের তুলনায় সিলেট-ঢাকা রুটে ভাড়া অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে, যা সিলেটবাসীর প্রতি বিমানের একচোখা নীতির ইঙ্গিত দেয়।
সভায় সভাপতির বক্তব্যে আটাব সিলেটের আঞ্চলিক সভাপতি মো. জিয়াউর রহমান খান রেজওয়ান বলেন, "ঢাকা-চট্টগ্রাম রুটে যেখানে বিমান ভাড়া ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা, সেখানে তুলনামূলক কম দূরত্বের সিলেট-ঢাকা রুটে ১০,০০০ থেকে ১২,০০০ টাকায় যাত্রীদের টিকেট কিনতে হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সিলেটবাসীর প্রতি বিমানের দৃষ্টিভঙ্গির নগ্ন প্রকাশ।"
তিনি আরও বলেন, "ফ্যাসিস্টদের দোসররা এখনো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঘাপটি মেরে আছে। সিলেটের জনগণের প্রতি বিমানের এই বৈষম্যমূলক মনোভাব দূর করতে হবে এবং ন্যায্য ভাড়া নির্ধারণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।"
আটাবের সিলেট আঞ্চলিক সাধারণ সম্পাদক দেওয়ান রুশো চৌধুরীর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির, আঞ্চলিক পরিষদের সদস্য দিদার আহমদ, আব্দুল বাসিত, সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "বাংলাদেশ বিমানকে যাত্রীবান্ধব করতে হলে সবার জন্য সমান ভাড়া ও উন্নত সেবা নিশ্চিত করতে হবে। সিলেটবাসী বৈষম্য সহ্য করবে না।"
তারা আরও বলেন, "দ্রুত এ সমস্যা সমাধান না হলে সিলেটের জনগণ বিমান বয়কটসহ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।"