আহতদের দাবি আদায়ে অনড় অবস্থান, প্রধান উপদেষ্টার আশ্বাসেও আন্দোলন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:১৪ পিএম
আহতদের দাবি আদায়ে অনড় অবস্থান, প্রধান উপদেষ্টার আশ্বাসেও আন্দোলন অব্যাহত

জুলাই আন্দোলনে আহতরা তাদের দাবি আদায়ে এখনো অনড় রয়েছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ আহতদের বিশেষ বার্তা দেওয়ার পরও তারা যমুনার সামনের সড়ক অবরোধ করে অবস্থান চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে অর্ধশতাধিক আহত ব্যক্তি ও তাদের সমর্থকরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন। তাদের মূল দাবি ছিল—ক্যাটাগরি বৈষম্য দূর করে আহতদের দ্রুত পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়া, বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন এবং ইমারজেন্সি হটলাইন চালু করা।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আহতদের উদ্দেশে বলেন, “আপনারা যে আন্দোলন করেছেন, সেটির ফলেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা সবাই একটি সুন্দর ও নতুন বাংলাদেশ চেয়েছিলাম। আপনারা সে লক্ষ্যে সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “আমি নিজে এখানে উপস্থিত হয়ে আপনাদের দাবিগুলো গ্রহণ করলাম। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে এগুলো পৌঁছে দেব এবং যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানাব। তবে সরকারের একটি প্রক্রিয়া আছে, যা মেনে চলতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই অবস্থান ধর্মঘট প্রত্যাহার করুন।”

তবে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর আশ্বাসে সন্তুষ্ট নন। তারা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন। আহতদের পক্ষে একজন প্রতিনিধি বলেন, “আমাদের তিনটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”

এরপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কার্যালয়ের ভেতরে ফিরে যান। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আন্দোলনকারীরা প্রধান ফটকের সামনে অবস্থান করছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে