পাবনার সুজানগরের বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে দুই মণ জাটকা মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মৎস্য বিভাগ উপজেলার খলিলপুর, গোয়ারিয়া, ভিটবিলা ও নিশ্চিন্তপুর বাজারে অভিযান চালিয়ে ওই মাছ জব্দ করে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই সকল বাজারে জাটকা মাছ বিক্রি করছিল। ওইদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূর কাজমীর জামান খানসহ একটি অভিযানিক দল ওই সকল বাজারে অভিযান চালিয়ে ওই মাছ জব্দ করে। তবে এ সময় মৎস্যজীবীরা মাছ ফেলে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকা মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।