ডিমলায় আ’লীগ নেতা গ্রেফতার

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৩১ পিএম
ডিমলায় আ’লীগ নেতা গ্রেফতার

নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহ্ আলম কে বুধবার রাতে থানা সংলগ্ন এলাকার মার্কেট থেকে গ্রেফতার করা হয়। বৃহঃবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও উপজেলা যুবলীগের নেতা ইরফান আহম্মেদ মিঠুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ডিমলা থানার ওসি ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহ্ আলম কে নিদৃষ্ট অভিযোগের বিত্তিতে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

গত ২০১৯ ইং সালের (২ অক্টোবর) উপজেলা আওয়ামীগের সম্মেলনে সাধারন সম্পাদক পদে নির্বাচন করে কোটি টাকার বিনিময়ে সর্বমোট ৫ টি ভোট পেয়ে পরাজিত হন এই নেতা। পরবর্তিতে এবং বর্তমানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক পদ পান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে