বরিশালে র‌্যাবের অভিযানে ৪৭০ কেজি জাটকা জব্দ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩০ পিএম
বরিশালে র‌্যাবের অভিযানে ৪৭০ কেজি জাটকা জব্দ

নগরীর রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে ৪৭০ কেজি জাটকা জব্দ করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। পাশাপাশি এ সময় সাইফুল প্যাদা (৩২) নামের একজন পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে র‌্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, বুধবার রাত দুইটার দিকে রূপাতলী টোল প্লাজা এলাকায় র‌্যাব-৮ এবং মৎস্য অধিদপ্তরের একটি যৌথ দল অভিযানটি পরিচালনা করে।