৪০ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০২:২৬ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
৪০ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির আঙ্গিনায় ৫৬ তম বার্ষিকী ৪০ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে। মন্দিরের পুরোহিত উত্তম চক্রবর্তী জানান, ভোরে শ্রীমদ্ভাগবত পাঠের মধ্যদিয়ে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়। নন্দ গোপাল সম্প্রদায়, চৈতন্য সম্প্রদায়, শান্তি হরি সম্প্রদায়, দ্বাদশ রাখাল সম্প্রদায়, গোবিন্দ ভক্ত সম্প্রদায় ও শ্যামা দেবী সম্প্রদায় অমৃত নাম সুধা পরিবেশন করবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW