সড়ক দূর্ঘটনায় কোটচাঁদপুরে শিক্ষকের মৃত্যু

এফএনএস (কাজী মৃদুল; কোট চাঁদপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২১ পিএম
সড়ক দূর্ঘটনায় কোটচাঁদপুরে শিক্ষকের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকাআপ ভ্যানের ধাক্কায় অবসর প্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে । ঘাতক পিকাআপ ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলেই শিক্ষকের মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর আড়াই টার দিকে।

উপজেলার বলুহর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানান, দুপুর ৩টার দিকে অবসরপ্রাপ্ত শিক্ষক দাউদ হোসেন (৬৮) পার্শ্ববর্তী উপজেলা কালিগজ্ঞ থেকে নিজ মটরসাইকেলে নিজবাড়ী কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে আসছিলেন। এসময় কালিগজ্ঞ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বার ইট ভাটার সামনে পৌঁছালে  কালিগজ্ঞ গামী একটি পিকআপ ভ্যান অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইট দিতে যেয়ে শিক্ষকের মটরসাইকেলে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দাউদ হোসেন মাষ্টার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা নিহত দাউদ হোসেন মাষ্টারকে উদ্ধার করে মৃত অবস্থার কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। দাউদ হোসেন মাষ্টার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন। 

কোটচাঁদপুর উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আশরাফুল ইসলাম বলেন, মৃত অবস্থায় দাউদ হোসেন মাষ্টারকে হাসপাতালে আনা হয়েছে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে