বীরগঞ্জে বাস ট্রাকের সংঘর্ষে নিহত ৩

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০২:৩০ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
বীরগঞ্জে বাস ট্রাকের সংঘর্ষে নিহত ৩

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে হেরিটেজ স্লিপার কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন বাসযাত্রী। আহতেরা বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল,রংপুর মেডিকেলসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত ৯জন চিকিৎসাধীন।  শুক্রবার ৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ উপজেলার যদুর মোর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।  হেরিটেজ স্লিপার কোচের ড্রাইভার আব্দুল করিম (৩০) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে এবং ট্রাক ড্রাইভার আনোয়ার হোসেন (২৮) একই জেলার আহম্মেদ নগর এলাকার রফিকুল ইসলাম ছেলে ও হাসিনা বেগম ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল উপজেলার সুন্দোল গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী । ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও  রাণীসংকৈলগামী হেরিটেজ স্লিপার কোচটি বীরগঞ্জ উপজেলার যদুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী ধান বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কোচ ড্রাইভার আব্দুল করিম ও ট্রাক ড্রাইভার  আনোয়ার এবং ১জন কোচের যাত্রী হাসিনা বেগম নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন বাসযাত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর ও দিনাজপুর হাইওয়ে পুলিশের সার্জেন আরেফিন । বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর বলেন, নিহতদের লাশ এবং গাড়ী দুইটি হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে