গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য সরকারের নতুন সুযোগ-সুবিধা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১২ পিএম | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১২ পিএম
গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য সরকারের নতুন সুযোগ-সুবিধা ঘোষণা

জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এছাড়া, সরকার তাদের আর্থিক সহায়তা, পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ প্রদানের ঘোষণা দিয়েছে।

সরকার ইতোমধ্যে ৮৩৪ জন ‘জুলাই শহীদ’দের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে। শহীদ পরিবারদের জন্য নির্ধারিত সুবিধাগুলো নিম্নরূপ:

• এককালীন ৩০ লাখ টাকা সহায়তা: ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে বাকি ২০ লাখ টাকা জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে প্রদান করা হবে।
• মাসিক ভাতা: প্রতিটি শহীদ পরিবার প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পাবে।
 সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার: শহীদ পরিবারের সক্ষম সদস্যরা চাকরির ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।

আহতদের শারীরিক অবস্থার ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে:

ক্যাটাগরি ‘এ’ (অতি গুরুতর আহত)
এই ক্যাটাগরিতে ৪৯৩ জন আহত ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন, যারা চিকিৎসার পরেও স্বাভাবিক জীবনযাপনে অক্ষম। তারা পাবেন:

 এককালীন ৫ লাখ টাকা সহায়তা (২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ, ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ টাকা)।
 মাসিক ২০ হাজার টাকা ভাতা।
 আজীবন চিকিৎসা সুবিধা এবং বিদেশি চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সুপারিশ অনুসারে বিশেষ সহায়তা।
 পুনর্বাসন সুবিধা ও প্রশিক্ষণ।
 সরকারি সুবিধাপ্রাপ্তির জন্য পরিচয়পত্র।

ক্যাটাগরি ‘বি’ (গুরুতর আহত)
এই ক্যাটাগরিতে ৯০৮ জন আহত ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন, যারা চিকিৎসার পর আংশিক স্বনির্ভরতা অর্জন করেছেন। তারা পাবেন:

 এককালীন ৩ লাখ টাকা সহায়তা (২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ, ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ টাকা)।
 মাসিক ১৫ হাজার টাকা ভাতা।
 প্রশিক্ষণ ও সরকারি/আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার।
 পরিচয়পত্র, যা প্রদর্শন করে বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণ করা যাবে।

ক্যাটাগরি ‘সি’ (সাধারণ আহত)
এই ক্যাটাগরিতে ১০,৬৪৮ জন আহত ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন, যারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ। তারা পাবেন:

 এককালীন ১ লাখ টাকা সহায়তা।
 মাসিক ১০ হাজার টাকা ভাতা।
 পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্র।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শহীদ পরিবার ও আহতরা ২০২৫ সালের মার্চ মাস থেকে এসব সুবিধা পেতে শুরু করবেন।

সরকারের এই উদ্যোগ শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জীবনে স্বস্তি আনবে এবং তাদের পুনর্বাসন ও স্বনির্ভরতার পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে