জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এছাড়া, সরকার তাদের আর্থিক সহায়তা, পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ প্রদানের ঘোষণা দিয়েছে।
সরকার ইতোমধ্যে ৮৩৪ জন ‘জুলাই শহীদ’দের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে। শহীদ পরিবারদের জন্য নির্ধারিত সুবিধাগুলো নিম্নরূপ:
• এককালীন ৩০ লাখ টাকা সহায়তা: ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে বাকি ২০ লাখ টাকা জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে প্রদান করা হবে।
• মাসিক ভাতা: প্রতিটি শহীদ পরিবার প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পাবে।
• সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার: শহীদ পরিবারের সক্ষম সদস্যরা চাকরির ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।
আহতদের শারীরিক অবস্থার ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে:
ক্যাটাগরি ‘এ’ (অতি গুরুতর আহত)
এই ক্যাটাগরিতে ৪৯৩ জন আহত ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন, যারা চিকিৎসার পরেও স্বাভাবিক জীবনযাপনে অক্ষম। তারা পাবেন:
• এককালীন ৫ লাখ টাকা সহায়তা (২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ, ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ টাকা)।
• মাসিক ২০ হাজার টাকা ভাতা।
• আজীবন চিকিৎসা সুবিধা এবং বিদেশি চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সুপারিশ অনুসারে বিশেষ সহায়তা।
• পুনর্বাসন সুবিধা ও প্রশিক্ষণ।
• সরকারি সুবিধাপ্রাপ্তির জন্য পরিচয়পত্র।
ক্যাটাগরি ‘বি’ (গুরুতর আহত)
এই ক্যাটাগরিতে ৯০৮ জন আহত ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন, যারা চিকিৎসার পর আংশিক স্বনির্ভরতা অর্জন করেছেন। তারা পাবেন:
• এককালীন ৩ লাখ টাকা সহায়তা (২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ, ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ টাকা)।
• মাসিক ১৫ হাজার টাকা ভাতা।
• প্রশিক্ষণ ও সরকারি/আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার।
• পরিচয়পত্র, যা প্রদর্শন করে বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণ করা যাবে।
ক্যাটাগরি ‘সি’ (সাধারণ আহত)এই ক্যাটাগরিতে ১০,৬৪৮ জন আহত ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন, যারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ। তারা পাবেন:
• এককালীন ১ লাখ টাকা সহায়তা।
• মাসিক ১০ হাজার টাকা ভাতা।
• পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্র।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শহীদ পরিবার ও আহতরা ২০২৫ সালের মার্চ মাস থেকে এসব সুবিধা পেতে শুরু করবেন।
সরকারের এই উদ্যোগ শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জীবনে স্বস্তি আনবে এবং তাদের পুনর্বাসন ও স্বনির্ভরতার পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।