ময়মনসিংহের ভালুকা উপজেলার এক হাজার দুস্থ্য অসহায় ও গরীব পরিবারের মাঝে রোজার খুশী পণ্যসামগ্রী বিতরন করা হয়েছে। প্রতি পরিবারে এক মাসের প্রয়োজনীয় নিত্যপণ্য চাল,ডাল,তেল,বুট,চিনি,লবন সহ নানা প্রকার রোজার খুশী খাদ্যসামগ্রী সহযোগীতা করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির সদস্য ও তরুন শিল্পপতি গ্রীণ অর্রণ্য পার্কে চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মামুন।
দরিদ্র অসহায় মানুষগুলো রোজার খুশী পণ্য হাতে পেয়ে খুশীতে আবেগপুত হয়ে পড়েছেন। এক সাথে একমাসের পণ্য সামগ্রী পেয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তাদের সংসারে।
নিজস্ব অর্থায়নে গতকাল বিকালে উপজেলার কয়েকটি স্থানে এক হাজার অসহায় পরিবারে হাতে রোজার খুশী পণ্যসামগ্রী তুলে দেন তিন। পরে বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা তিনি বলেন মানবতা ও ভ্রাতৃত্বের প্রতিষ্ঠায় মাহে রমজানের রোজা যথেষ্ট গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। সমাজে প্রত্যেক মানুষের সমঅধিকার রয়েছ্।ে তাই বিত্তবানদের অসহায় মানুষের প্রতি সদয় হওয়ার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা কায়সার আহাম্মেদ কাজল,ছাত্রদল নেতা শাকিল আহাম্মেদ,রাকিবুল হাসান রাকিব ও বিএনপি নেতা সেলিম তালুকদার।