প্রেক্ষাগৃহে আসছে ‘ডেঞ্জার জোন’

এফএনএস বিনোদন: : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৪ এএম : | আপডেট: ১৪ মার্চ, ২০২৫, ০৭:৪৯ পিএম
প্রেক্ষাগৃহে আসছে ‘ডেঞ্জার জোন’

বাপ্পী চৌধুরী অভিনীত সায়েন্স ফিকশন ও হরর ঘরানার সিনেমা ‘ডেঞ্জার জোন’র কাজ শুরু হয় প্রায় অর্ধযুগ আগে। সেসময় এর একটি ফার্স্টলুকও প্রকাশিত হয়। যা দর্শকদের নজর কাড়ে। ভক্ত ও সিনেমাপ্রেমীরা অপেক্ষায় ছিলেন এটি দেখার। ২০১৯ সালে কাজ শেষ হলেও অজানা কারণে আলো মুখ দেখেনি সিনেমাটি। অবশেষে বেলাল সানি পরিচালিত সেই ‘ডেঞ্জার জোন’ আসছে। বাপ্পীর সঙ্গে এই সিনেমায় জুঁটি হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা জলিকে। ইতিমধ্যেই মুক্তির জন্য সেন্সর সার্টিফিকেশনও নিয়েছে এটি। বাপ্পী চৌধুরী বলেন, ‘গত মাসের ১০ তারিখে সেন্সর সার্টিফিকেশন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার দর্শক হলে গিয়ে ছবিটি দেখতে পারবেন।’ নির্মাতা বেলাল সানি বলেন, ‘‌বহু বাধা-বিপত্তির কারণে “ডেঞ্জার জোন” ছবিটি দর্শকের দোরগোড়ায় নিয়ে আসতে অনেকটা সময় লেগেছে। আগের প্রযোজক এটি মুক্তি দিতে বিলম্ব করেছে। টাইম মিডিয়া ছবিটির স্বত্ব কিনে নিয়েছে। তাই নতুন উদ্যমে এটি দর্শকের সামনে আসছে।’ বাপ্পী-জলি ‘ডেঞ্জার জোন’ সিনেমায় আরও অভিনয় করছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকারসহ অনেকে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW