দিনাজপুরের নবাবগঞ্জ ৬ডিসেম্বর শুক্রবার সকালে সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।র্যালী শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে বক্তব্য রাখেন (সাবেক কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা মোঃ দবিরুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম ফতেহ, ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মশিউদ দৌলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাজ্জাদ আল মামুন ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ওয়েদুল ইসলাম সবুজ উপজেলা যুবজামাতের সভাপতি মোঃ সেলিম রেজা, নবাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ মতিয়ার রহমান প্রমুখ। আলোচনা শেষে সকল শহিদদের রুহের মাগফেরাতের জন্য দোয়া মোনাজাত করা হয়।