ভালুকায় ৩ বাড়ীতে ডাকাতি, ৪ লাখ টাকার মালামাল লুট

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪৭ পিএম
ভালুকায় ৩ বাড়ীতে ডাকাতি, ৪ লাখ টাকার মালামাল লুট

ভালুকা উপজেলার পাচঁগাঁও গ্রামে এক রাতে আসাত মিয়া,ইন্তাজ মাস্টার ও ইমান ডাক্তারের বাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় ডাকাতরা নগদ টাকা,স্বর্ণালংকার মোবাইল ফোন লুট করে নিরাপদে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। 

এলাকাবাসী জানায়,গত রাত ২টার দিকে পাচঁগঁও গ্রামের তিনটি বাড়ীতে হানা দিয়ে নগদ টাকা সহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিরাপদে পালিয়ে গেছে। এছাড়া উপজেলার গোয়ারী গ্রামে মাহাবুলের দোকানে জানালা ভেঙ্গে ঢুকে অটোরিকসার ৪টি ব্যাটারী চুরি হয়েছে। এঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভালুকায় গত দুই মাসে চুরি ছিনতাই,ডাকাতি সহ ১৮ টি ঘটনা ঘটেছে। 


আপনার জেলার সংবাদ পড়তে