ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী গ্রামে মানিকের বসতবাড়ি চারটি ঘর আগুন পুড়ে ছাই হয়ে গেছে। রাস্তা না থাকার কারণে ভালুকা ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ঘটনাটি গত জবৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা উপজেলার বহুলী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় বাড়ির সবাই একসাথে বসে বাড়ির কাজ করছিলেন। হটাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকারে শুরু করে। আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, রাস্তা না থাকায় আমরা ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। যাওয়ার আগেই বাড়ী ৪টি ঘর পুড়ে আগুন নিভে যায়। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।