হিলিতে ড্রীম হোম বাংলাদেশের শুভ উদ্বোধন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩৫ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
হিলিতে ড্রীম হোম বাংলাদেশের শুভ উদ্বোধন

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তবর্তী উপজেলায় এই প্রথম নকশাবিহীন বিল্ডিং নির্মাণের জন্য 'ড্রীম হোম বাংলাদেশ' এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় চারমাথা মসজিদের পূর্ব পার্শ্বে আলহাজ্ব শফি উদ্দিন মার্কেটে এই ড্রীম হোম বাংলাদেশ এর শুভ উদ্বোধন করা হয়। এসময় বক্তব্য রাখেন পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান জয়পুরহাট কলেজের প্রভাষক মোঃ মাহবুর রহমান (ছোটন),তোফাজ্জল হোসেন (তপন), হাকিমপুর হিলি পৌর সভার সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী মুশফিকুর রহমান চৌধুরী, আব্দুল আজিজ সরদার, জনি শেখ, মসজিদের ইমাম, রাশেদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরিচালক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান বলেন, একটি বিল্ডিং নির্মাণে গ্রাহকে অনেক ভোগান্তি পোহাতে হয়। তাই সীমান্তবর্তী এই উপজেলায় গ্রাহকদের সেবা প্রদানের জন্য এই ড্রীম হোম বাংলাদেশ এর উদ্বোধন করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে