ইন্দুরকানিতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ইন্দুরকানিতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় বিএনপির উদ্যোগে সাবেক উপজেলা বিএনপি সভাপতি মরহুম আব্দুল লতিফ হাওলাদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলমগীর কবির মান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।  বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মস্তান হাফিজ, এইচএম ফারুক হোসেন, শাহরিয়ার আব্দুল্লাহ সোহেল, জেলা মহিলা দলের যুগ্ন সম্পাদক রেহেনা হাফিজ , যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহেদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলু, শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল-আমিন হোসেন, সদস্য সচিব সাদিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম ও মো. সাইমুন আহম্মেদ, কলেজ ছাত্রদলের নেতা বরকত উল্লাহ খান সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আব্দুল লতিফ হাওলাদারের দুই সন্তান মো. শাহিন হাওলাদার ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাসনিম নূর অয়নও দোয়ায় উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে মরহুম আব্দুল লতিফ হাওলাদারের স্মৃতিচারণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এসময়ে মরহুমের  রাজনৈতিক অবদান ও দলীয় ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW